সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফিল্মফেয়ার ওটিটিতে সেরা আলিয়া-মনোজ

সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

ডার্লিংস ছবির জন্য ফিল্মফেয়ার ওটিটিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া। ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির জন্সেরা অভিনেতার সম্মান পেলেন মনোজ বাজপেয়ী।

রবিবার রাতে ফিল্মফেয়ার ওটিটি-র বর্ণাঢ্য আসরে দেখা মিলল বলিউডের প্রথম সারির তারকাদের। রেড কার্পেটে নজর কেড়েছেন তারা। এক নজরে দেখে নিন বিজয়ীদের তালিকা।

সেরা সিরিজ: স্কুপ
সমালোচকদের বিচারে সেরা সিরিজ: ট্রায়াল বাই ফায়ার
সেরা পরিচালক: বিক্রম আদিত্য মোটওয়ানি, জুবিলি
সমালোচকদের বিচারে সেরা পরিচালক: রণদীপ ঝা, কোহরা
সেরা অভিনেতা (সিরিজ, ড্রামা): সুবিন্দর ভিকি (কোহরা)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা: বিজয় ভার্মা, দাহাড়
সেরা অভিনেত্রী (সিরিজ, ড্রামা): রাজশ্রী দেশপাণ্ডে, ট্রায়াল বাই ফায়ার
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী: কারিশমা তান্না (স্কুপ), সোনাক্ষী সিনহা (দাহাড়)
সেরা সহ-অভিনেতা: বরুণ সোবতি (কোহরা)
সেরা সহ-অভিনেত্রী: তিলোত্তমা সোম (দিল্লি ক্রাইম সিজন ২)
সেরা ছবি, ওয়েব ওরিজিন্যাল: সিরফ এক বান্দা কাফি হ্যায়
সেরা পরিচালক, ওয়েব ওরিজিন্যাল: অপূর্ব সিং কারকি (সিরফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা, ওয়েব ওরিজিন্যাল: মনোজ বাজপেয়ী (সিরফ এক বান্দা কাফি হ্যায়)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা, ওয়েব ওরিজিন্যাল: রাজ কুমার রাও (মনিকা ও মাই ডার্লিং)
সেরা অভিনেত্রী, ওয়েব ওরিজিন্যাল: আলিয়া ভাট (ডার্লিংস)
সমালোচকদের বিচারে, সেরা অভিনেত্রী, ওয়েব ওরিজিন্যাল: শর্মিলা ঠাকুর (গুলমহর) ও সানিয়া মালহোত্রা (কাঁঠাল)

সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়