শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নন্দিত অভিনেতা আলীরাজের জন্মদিন আজ

ঢাকাই ছবির দাপুটে অভিনেতা আলীরাজের জন্মদিন আজ, ১৫ মার্চ। চিত্রজগত পরিবারের পক্ষ থেকে তাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

নন্দিত অভিনেতা আলীরাজ দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন। টিভিতে ‘আয়না’ ধারাবাহিকে ‘ভাঙ্গনের শব্দশুনি’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এটাই তার প্রথম অভিনয় ক্যামেরার সামনে। এই নাটকটির রচয়িতা ছিলেন সেলিম আল দীন এবং প্রযোজক ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তবে বিটিভির ধারাবাহিক ‘ঢাকায় থাকি’ ছিলো টিভি নাটকে তার অভিনয় জীবনের সেরা কাজ। এতে তিনি মাহমুদ চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন।

আলীরাজ’র জন্ম সিরাজগঞ্জে। তার পারিবারিক নাম আনোয়ার হোসেন। বিটিভিতে অভিনয়ের জন্য আবেদন করার সময় বন্ধু আনোয়ার হোসেন বুলু তার নাম লিখে দেন ডাব্লু আনোয়ার। এই আনোয়ার হোসেন বুলুর হাত ধরেই টিভি অভিনয়ে আসা আলীরাজের।

আর চলচ্চিত্রের গুরু নায়করাজ রাজ্জাক। রাজ্জাক পরিচালিত ‘সৎ ভাই’ ছবিতে অভিনয় করে আলীরাজের চলচ্চিত্রে অভিষেক ঘটে। তারপর প্রায় চারশতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। একশতাধিক ছবিতে হয়েছেন নায়ক।

আলীরাজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে
‘সহযাত্রী’, ‘কৈফিয়ত’, ‘নিয়ত’,‘ পদ্মা মেঘনা যমুনা’,‘ দংশন’, ‘সম্মান’, ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি।

চিত্রজগত/চলচ্চিত্র

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়