সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

ছবি সংগৃহীত। -- চিত্রজগত.কম

অনুষ্ঠিত হয়ে গেল মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় এর মূল অনুষ্ঠানটি ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

এবারের আসরে বিলি এইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। তারা এই পুরস্কার ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য পেয়েছেন। এই গানটি ‘বার্বি’ ছবিতে ছিল।

অন্যদিকে টেলর সুইফ্ট ১৩তম বারের জন্য এই পুরস্কার পেলেন। সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। মিলি সাইরাস প্রথমবারের জন্য এই খেতাব জয় করলেন। সেরা সোলো পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছেন তিনি।

এছাড়া ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস এর পুরস্কার জিতলেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন। ভারতীয় সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’। ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে। তাদের সর্বশেষ অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য এই পুরস্কার দেওয়া হয়।

একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডস এর বিজয়ীদের তালিকা দেখে নিন-

রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)
বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’
বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’
বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’
বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’
বেস্ট র‍্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’
বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’

গ্র্যামির মূল আসরে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন নারীরা। সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন সিজা। ফোবে ব্রিজারস, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট পেয়েছিলেন সাতটি করে মনোনয়ন।

চিত্রজগত ডটকম/সঙ্গীত

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়