বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

হুইল চেয়ারে বসে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ

বেড রেস্টে থাকতে হবে ৬ সপ্তাহ

পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে হাসপাতাল থেকে বের হচ্ছেন বলিউড অভিনেতা গোবিন্দ। ছবি: সংগৃহীত -- চিত্রজগত.কম

অবশেষে হাসপাতাল ছাড়লেন বলিউডের জনপ্রিয় তারকা গোবিন্দ। হুইল চেয়ারে বসে হাসপাতাল ছাড়ার সময় অভিনেতার পাশে ছিলেন তার স্ত্রী সুনীতা আহুজা ও তার মেয়ে টিনা আহুজা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় গোবিন্দকে। হুইল চেয়ারে বসে হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ভক্তদের উদ্দেশে ফ্লাইয়িং কিস দেন গোবিন্দ। বলেন, আই লাভ ইউ, সকলকে ধন্যবাদ। ৬ সপ্তাহের জন্য আমাকে বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক। আশা করছি, খুব শিগগিরই সুস্থ হয়ে উঠব।

গোবিন্দর সুস্থতা প্রসঙ্গে স্ত্রী সুনীতা বলেন, সাব বাড়ি ফিরছেন এর থেকে খুশি আর কী হতে পারে! নবরাত্রির শুরুতেই বাড়ি ফিরতে পারছেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।

গত মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজের লাইসেন্স করা রিভলবার থেকে পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করলে দ্রুত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয় ৬০ বছর বয়সি অভিনেতাকে।

এ প্রসঙ্গে গোবিন্দের ম্যানেজার শশী সিনহা সংবাদমাধ্যমকে বলেন, কলকাতার এক অনুষ্ঠানে অংশ নিতে ভোর ৬টার ফ্লাইট ধরতে বের হচ্ছিলেন গোবিন্দ। তখন ব্যক্তিগত রিভলবারটি আলমারিতে তুলে রাখতে গেলে তা মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি গুলি বের হয়ে গোবিন্দর পায়ে লাগে। হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তির পর হাঁটুর দুই ইঞ্চি নিচে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর গুলিবিদ্ধ স্থানে সফল অস্ত্রোপচার করে গুলিটি বের করেন। এ কারণে গোবিন্দর পায়ে ১০টি সেলাই দিতে হয়।

চিত্রজগত ডটকম/বলিউড

সংশ্লিষ্ট সংবাদ