বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

দিনে ২০০টি সিগারেট খেতেন অমিতাভ!

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। -- চিত্রজগত.কম

৮১ বছর বয়সেও বলিউডে যেন দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তার দখলে বহু হিট-সুপারহিট সিনেমা। কিন্তু জানেন কি এমন একজন তারকা কিনা একসময় মদ আর সিগারেটে ডুবে থাকতেন দিনের অধিকাংশ সময়! যা নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা।

১৯৮০ সালে প্রকাশিত ইন্ডিয়া টুডে-কে দেওয়া পুরানো এক সাক্ষাতকারে নিজের সেই অন্ধকারাচ্ছন্ন জীবন নিয়ে মুখ খুলেছিলেন অমিতাভ। তিনি জানিয়েছিলেন, অতীতের একটা সময় তিনি ধূমপান, মদে আসক্তির পাশাপাশি রেডমিট (মাংস) খেতেন। শুধু তাই নয়, দিনে ২০০টি সিগারেট লাগত তার। তবে বহু বছর হয়ে গেছে মদ কিংবা সিগারেট ছুঁয়েও দেখেননি তিনি।

অমিতাভ জানিয়েছিলেন, আমি ধূমপান করি না, মদ্যপান করি না বা মাংস খাই না। এটি ধর্মীয় কিছু নয়, কেবল স্বাদের বিষয়। আমাদের পরিবারে আমার বাবা একজন নিরামিষভোজী এবং আমার মা নন। একইভাবে জয়া মাংস খায় কিন্তু আমি খাই না।

এ বিষয়ে বলতে গিয়ে অমিতাভ বলেন,“তবে আমি মাংস খেতাম, আসলে আমি মদ্যপান এবং ধূমপানও করতাম কিন্তু এখন আমি সেগুলি ছেড়ে দিয়েছি। কলকাতায় থাকাকালীন আমি দিনে ২০০টি সিগারেট খেতাম। কিন্তু মুম্বাই আসার পর আমি তা ছেড়ে দিয়েছিলাম। আমি মদ্যপানও করতাম, সেটিও ছেড়ে দিয়েছিলাম। এটি পুরোপুরি ইচ্ছার ব্যাপার বলে মনে করেন তিনি। তবে তার আক্ষেপ, আরও আগে সেটা ছাড়লে হয়তো ভালো হতো।

ভক্তদের উদ্দেশে বিগ বি জানান, ‘যখন ধূমপান করছেন, তখন জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণ থেকে ফেলে দিয়ে সেটাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যানসারের দিকে ঠেলে দেয়, তাকে ছেড়ে দেওয়াই উচিত।’ –ইন্ডিয়ান এক্সপ্রেস

সংশ্লিষ্ট সংবাদ