বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। -- চিত্রজগত.কম

বলিউড কিংবা বাংলা সিনেমা, সব জায়গাতেই জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী। এক-দুই নয়, বিগত সাড়ে চার দশক ধরে বিনোদন দুনিয়ায় রাজত্ব করছেনম তিনি। একের পর এক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। জানা গিয়েছে, ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান পেতে চলেছেন প্রবীণ অভিনেতা।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর ঘোষণা করেছেন। অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, ‘দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন মিঠুন। তারপর আর তাকে থামানো যায়নি। একের পর এক হিট ছবি। টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি দাপিয়ে অভিনয় করেছেন। মিঠুনের কেরিয়ারে মোট ৩টি জাতীয় পুরস্কার রয়েছে। ১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি ছবি মুক্তি পায় মিঠুনের। যা লিমকা বুক অফ রেকর্ডসে রয়েছে।

চিত্রজগত ডটকম/অন্যলোক

সংশ্লিষ্ট সংবাদ