বুধবার, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ মারা গেছেন

কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ। ছবি: চিত্রজগত -- চিত্রজগত.কম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা গেছেন। তিনি জাতীয় কবির কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে। গত বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাজী অনির্বাণের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও নজরুলসংগীতশিল্পী খিলখিল কাজী।

তিনি বলেন, কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন। তিনি জানান, কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় সমাহিত করা হবে। ভাইকে শেষবার দেখতে তিনি কলকাতায় অবস্থান করছেন।

কাজী অনির্বাণ ছিলেন একজন চিত্রশিল্পী। তার বাবা কাজী অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম জীবিত থাকতে মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট। কাজী অনিরুদ্ধর স্ত্রী লেখক ও সংগীতশিল্পী কল্যাণী কাজী। এ দম্পতির তিন সন্তান। বড় ছেলে কাজী অনির্বাণ ও ছোট ছেলে কাজী অরিন্দম (সুবর্ণ) এবং ছোট মেয়ে কাজী অনিন্দিতা।

চিত্রজগত ডটকম/শোক সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ