রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফারহানা শিল্পী একজন প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পী। সংগীতে তার হাতেখড়ি শৈশবে। সনদিপনে ওস্তাদ মধুসূদনের কাছে দীক্ষা নিয়েছে। এখন শিখছে স্পন্দন মিউজিক চপল খানের কাছে। তার হাত ধরেই মিডিয়াতে আসা।

ফারহানা শিল্পী বলেন, ‘বর্তমানে একটাই কাজ সংগীত চর্চা করা। সব সময় সংগীত নিয়েই আছি। পাশাপাশি সংসারের টুকিটাকি কাজ করি নিজের হাতে।’

তিনি জানান, ‘সুযোগ পেলে স্টেজেও পারফর্ম করবেন। দু’একটা অফার যে আসে তা নয়। আমি চাই একটু ভালো অফার। কারণ আমার প্রতিভা দর্শকদের সামনে সরাসরি উপস্থাপন করবো। সেই পরিবেশটা একটা ভালো অবশ্যই হতে হবে।’

সংগীতের পাশাপাশি অন্য কিছু করার চিন্তা আছে কি না (?) জানতে চাইলে ফারহানা শিল্পী বলেন, ‘টাংকিবাজ-১’ ও ‘টাংকিবাজ-২’ নামে দু’টো নাটকে অভিনয় করেছি। নাটক দু’টো ব্যাপক সাড়া ফেলেছে। তাছাড়া ‘ময়নামির পরকিয়া’ নামে আরেকটি নাটকে কাজ করেছি।’

ছোট্ট সংসার ফারহানা শিল্পীর। একমাত্র পুত্র সন্তান, স্বামী আর মা-কে নিয়ে দিন চলে যায়। অবশিষ্ট সময়ে সংগীত চর্চা চলে। সংগীতের প্রতি তার আন্তরিকতা ভীষণ। এমনকি তার পরিবারের সদস্যরাও আন্তরিক। তার স্বামী সংগীতপ্রিয় মানুষ। সঙ্গীতে যতটুকু এগিয়েছি তার (স্বামীর) অনুপ্রেরণায় এতদূর আসা।

ফারহানা শিল্পীর মতে, সংগীত মানে সাধনা। সংগীতকে অনেকে যত সহজ মনে করেন আসলে ততোটা সহজ নয়। একটা গান দর্শকের মনকে স্পর্শ করা অতোটা সহজ ব্যাপার নয়। গানের অনেক কাজ থাকে। সেগুলো ঠিকঠাক মনে না হলে গান মানুষের হৃদয় স্পর্শ করে না। এই জন্য গান এখনো শিখছি।

চিত্রজগত ডটকম/সঙ্গীত