শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্পোর্টস অ্যান্ড কালচারাল উইক: উল্লাসে মেতেছে ঢাকা ডেন্টাল কলেজ

চিত্রজগত ফটো -- চিত্রজগত.কম

ঢাকা ডেন্টাল কলেজে স্পোর্টস অ্যান্ড কালচারাল উইক-২০২৪ এর উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ূন কবীর বুলবুল।

রবিবার (২১ জানুয়ারি) সকালে বেলুন ওড়ানো, কেক কাটা এবং মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২৬ জানুয়ারি। অনুষ্ঠান ঘিরে আনন্দ আর উল্লাসে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস।

স্পোর্টস অ্যান্ড কালচারাল দুটি অংশে বিভক্ত এই প্রতিযোগিতায় স্পোর্টস এর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, ক্যারম, কার্ড, ডার্ট, লুডু এবং কালচারাল এর মধ্যে রয়েছে আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত, নাটিকা ইত্যাদি।

ঢাকা ডেন্টাল কলেজের ডাক্তার, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সব মিলিয়ে ৩০০-৩৫০ জনের মতো প্রতিযোগী এতে অংশ নিচ্ছে। বিভিন্ন ধাপে পর্যায়ক্রমিক বাছাইপর্বের মাধ্যমে রাউন্ড অব ১৬-এ উত্তীর্ণ প্রতিযোগীরা আজ খেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের জন্য শুধু শিক্ষার্থীরা নন, সব শিক্ষক -চিকিৎসকরাও অপেক্ষা করেন এই সপ্তাহটির জন্য।

অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘আমরা আমাদের প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়েছি। ফলে আমরা একাডেমিকভাবে অনেক উন্নতি করেছি। এবার ফাইনাল প্রফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০ জন সেরা শিক্ষার্থীর মধ্যে আমাদের কলেজের ৭ জন। একস্ট্রা একাডেমিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্কের মেলবন্ধন রচনা করার ক্ষেত্রে এটি অনুষঙ্গ হিসেবে কাজ করবে।’

নিয়মিত এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে অনুপ্রেরণা যোগাবে এমন প্রত্যাশা সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের।

চিত্রজগত ডটকম/

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়