সালমানের ‘নো এন্ট্রি ২’ সিনেমায় ১০ নায়িকা!

সিনেমার পর্দায় সাধারণত একজন, কিংবা গল্পের প্রয়োজনে দু’জন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যায় নায়কদের। বলিউড ভাইজান নানান সময় নতুন চমক দিয়ে হাজির হন এটা মোটামুটি সবাই জানে। এবার দর্শকদের অন্যরকম চমক দিবেন সালমান খান। একজন-দু’জন নয়, একসঙ্গে ১০ জন নায়িকা হাজির হচ্ছেন তিনি! সিনেমার নাম ‘নো এন্ট্রি ২’।
আনিস বাজমি পরিচালিত ‘নো এন্ট্রি’ ছবিতে অভিনয় করেছিলেন সালমান। সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল সিনেমাটি।
গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই সিনেমাটির সিক্যুয়েল আসতে চলেছে। এবারও পরিচালনার দায়িত্ব আনিস বাজমির ওপরই থাকছে। আর মূল আকর্ষণে সালমান খান। এমনকি অনিল কাপুর ও ফারদিন খানও থাকবেন। তবে মজার ব্যাপার হলো, তাদের প্রত্যেককেই তিনটি চরিত্রে দেখা যাবে। অর্থাৎ প্রত্যেকের তিন চরিত্রের সঙ্গে একটি করে নায়িকা।
২০০৫ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘নো এন্ট্রি’। সেসময় নায়িকা হিসেবে ছিলেন লারা দত্ত, সেলিনা জেটলি ও বিপাশা বসু।
চিত্রজগত/বলিউড