শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দক্ষিণী ছবির জয়জয়কার

সেরা অভিনেতা যৌথভাবে অজয় দেবগন এবং সূর্য

সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

ভারতের ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে শুক্রবার (২২ জুলাই)। এবারের পুরস্কারে দক্ষিণী ছবি ‘সুরারই পট্টরু’র দাপট।

এ বছরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে তামিল ছবি ‘সুররাই পট্টরু’। এই ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন সুরিয়া এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অপর্ণা বালামুরালি। সুরিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অজয় দেবগণ। ‘তানহাজি: দ্য আনসাং হিরো’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

এবছর মরণোত্তর সেরা পরিচালকের শিরোপা পেলেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য এই পুরস্কার দেয়া হয়েছে তাকে। একই ছবির জন্য জন্য সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজু মেনন। লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলী তার তামিল ছবি ‘শিবরাঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম’-এর জন্য জিতে নিলেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার।

সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে ‘জুনিয়র তুলসিদাস’। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

চিত্রজগত/সিনেমা

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়