শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নায়ক ফারুকের আলোচিত যত সিনেমা

ফাইল ফটো -- চিত্রজগত.কম

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার (১৫ মে) মৃত্যু হয়েছে অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুকের। সবার কাছে তিনি পরিচিত ফারুক নামে। বর্ণাঢ্য জীবনে সাড়ে তিন দশক অভিনয় করেছেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক ঘটে তার। সহশিল্পী ছিলেন কবরী।

অভিনেতা ফারুক লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, কথা দিলাম, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, আবার তোরা মানুষ হ, দিন যায় কথা থাকে, মিয়া ভাই’য়ের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এছাড়াও নাগরদোলা, সূর্য সংগ্রাম, সাহেব, মাটির পুতুল, ছোট মা, ঘরজামাই, এতিম, তৃষ্ণা, শক্তিশালী, সিকান্দার, শেষ পরিচয়, কালা খুন, যাদু মহল, দুরন্ত দুর্বার, চেনা মুখ, আশা, জীবন মানে যুদ্ধ, চোখের মনি, যৌতুক, মাসুম, শহর থেকে দূরে, মেহমান, প্রিয় বান্ধবী, দোস্তী, জীবন মৃত্যু, প্রতিজ্ঞা, পুনর্মিলন, অন্ধ বধ, সখি তুমি কার, ছক্কা পাঞ্জা, জনতা এক্সপ্রেস, লাল কাজল, যন্তর মন্তর, আরশিনগর, হাসু আমার হাসু, মায়ের আঁচল, জীবন নিয়ে যুদ্ধ, মান অভিমান, ঝিনুক মালা, শিমুল পারুল, মিয়া ভাই, ভুল বিচার, দাঙ্গা ফ্যাসাদ, পালকি, লাখে একটা, ভাই ভাই, পদ্মা মেঘনা যমুনা, দুখিনী মা, জীবন সংসার, এখনো অনেক রাত, কোটি টাকার কাবিন এবং ঘরের লক্ষ্মী সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফারুক।

লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।

চিত্রজগত ডটকম/স্মরণীয় বরণীয়

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়