‘জল জোছনায়’ সিনেমার শুটিংয়ে গাইবান্ধায় কেয়া

মাঝে বিরতি দিয়ে চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া এখন নিয়মিত সিনেমায় অভিনয় করছেন। মাঝে মধ্যে নাটকেও দেখা যায় তাকে। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর নাম ‘জল জোছনায়’।
পরিচালনা করছেন মেহেদী হাসান। আজ থেকে গাইবান্ধার একটি লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। গ্রামীণ পটভূমির গল্পের এ সিনেমায় কেয়ার চরিত্রের নাম ‘জুলেখা’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের সিনেমায় কম অভিনয় করেছি।
তবে এর গল্পই আমাকে অভিনয়ে আগ্রহী করে তুলেছে। পুরো সিনেমার শুটিং শেষ করেই ঢাকায় ফিরব।’
চিত্রজগত/চলচ্চিত্র