মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জবিতে দ্বিতীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে রবিবার সন্ধ্যায় (২৮ জানুয়ারি) ২য় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এই উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।

এসময় বরেণ্য নাট্যজন, সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উৎসবে বিভাগের স্নাতক সমাপনী পর্বের শিক্ষার্থী নাট্য নির্দেশনা কোর্সের অধীনে নির্মিত দেশি-বিদেশি ৬টি নাটক থাকছে। আর এতে মঞ্চাভিনয়সহ বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।

উদ্বোধনী দিনে মিলনায়তনে রাধামন ধনপুদি ও লেটার টু আ চাইল্ড নেবার বর্ন নামে দুটি নাটক মঞ্চস্থ হয়।

শুভেচ্ছা বক্তব্যে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশনের প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় নাট্যোৎসবের প্রসঙ্গ আনলে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও বরেণ্য নাট্যজন, সাংসদ ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সহযোগিতার আশ্বাস দেন।

উৎসবের বাকি দুই দিন দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টায় আরও ৪টি নাটক মঞ্চস্থ হবে। আগামী ৩০ জানুয়ারি এই উৎসবের পর্দা নামবে।

চিত্রজগত ডটকম/

সংশ্লিষ্ট সংবাদ