শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়া হবে চিত্রনায়ক ফারুককে

চিত্রজগত ফটো -- চিত্রজগত.কম

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে প্রয়াত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ফারুককে। আগামীকাল মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবে সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। এরপর তার লাশ শ্রদ্ধা জানাতে নেওয়া হবে শহীদ মিনারে। সেখানে তাকে দেওয়া হবে গার্ড অব অনার।

আজ সোমবার ফারুকের খালাতো ভাই ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু এ তথ্য জানান। তিনি বলেন, মরদেহ দেশে পৌঁছনোর পর বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেওয়া হবে এফডিসিতে। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ফারুককে। ফারুকের ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন। টানা দেড় বছর চিকিৎসা শেষে অবশেষে মারা গেলেন অভিনেতা।

চিত্রজগত ডটকম/আর.কে

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়