অভিনয়ে মন দিতে চান দিব্যা

‘সত্যমেব জয়তে-২’তে দিব্যা কুমার খোসলাকে দেখা যাবে জন এব্র্যাহামের বিপরীতে। তাঁর এই চরিত্রটি নিয়ে বেশ খুশি দিব্যা আর সে কারণেই মনের ক্ষোভ চেপে রাখতে পারলেন না।
দিব্যার বক্তব্য, অভিনেত্রী হিসেবে সেভাবে সুযোগই পাননি তিনি। যদিও ২০০৪-এ অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন, তারপর আর সেভাবে কিছু করেননি তিনি। তারপর ২০১৭-এ এসে একটি ছবি পরিচালনা করেন। কিন্তু সেই কাজও সেভাবে ভাল লাগেনি। দিব্যা নাকি এমন কিছু কাজ করতে চান, যেখানে নিজের অভিনয় ক্ষমতা দেখাতে পারবেন।
তবে এবার সেই সুযোগ পেয়েছেন, তাই আপাতত পরিচালনা বা অন্য কাজ নয়, অভিনয়টাই করবেন মন দিয়ে। নিজের জায়গাটা পাকা করতে হবে দিব্যাকে।
চিত্রজগত/বলিউড