অধরার জন্মদিন আজ

ঢাকাই সিনেমার ক্যাটরিনা কাইফখ্যাত অধরা খানের জন্মদিন আজ।
চলচ্চিত্রে অধরা খানের যাত্রা শুরু হয় মাতাল ছবির মাধ্যমে। এরপর ‘নায়ক’ এবং ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি দুটি দিয়ে জনপ্রিয়তার উপর ভর করে তারকাখ্যাতি পেয়েছেন অধরা খান।
তারই ধারাবাহিকতায় আগামী ২রা জুন ‘সুলতানপুর’ ছবি নিয়ে আসছেন অধরা। ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।
দু’টি দেশের সীমান্ত এলাকার মধ্যে যে জীববৈচিত্র্যের বিস্তৃতি ঘটে, সেগুলোই এই ছবির উপজীব্য। বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষের জীবনযাত্রা ও ওই অঞ্চলের চোরাচালান নিয়ে ছবিটির গল্প। এতে গ্রামের একজন প্রভাবশালী সৎ নেতার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অধরা খান। এটি ছবির প্রধান নারী চরিত্র।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অধরা অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। চরিত্রটি ফুটিয়ে তুলতে পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। ছবির নাম এবং কিছু দৃশ্যের পরিবর্তন হলেও গল্পের কোনো পরিবর্তন হয়নি। অধরার বিশ্বাস, দর্শক এই ছবিটি দেখে মুগ্ধ হবেন।
বর্তমানে অধরা খানের হাতে রয়েছে ‘কোভিড-১৯ বাংলাদেশ’, ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’ ও কলকাতার একটি ছবির কাজ।
চিত্রজগত পরিবারের পক্ষ থেকে সুহাসিনী চিত্রনায়িকা অধরা খানকে অফুরান শুভেচ্ছা। তার ব্যক্তি ও পেশাগত জীবন আরও সুন্দর ও সফল হোক।
চিত্রজগত ডটকম/জন্মদিন