রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার তুরস্কে ঈদ উদযাপন করবে অনন্ত জলিল

ঈদুল ফিতরে আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল পরিবার নিয়ে পালন করবেন দেশের বাইরে। যদিও প্রতি ঈদই তিনি দেশের বাইরে উদ্‌যাপন করেন। এবার সে স্থান তুরস্ক।
অনন্ত জলিল জানিয়েছেন, এবার পরিবার নিয়ে তুরস্ক যাবেন। সেখানে বেড়াবেন আর ‘নেত্রী’ ছবি নির্মাণের বাকি কিছু কাজ সম্পন্ন করবেন।

দীর্ঘ আট বছর পর সিনেমা দিয়ে আগামী ঈদুল আজহায় হলে ফিরতে যাচ্ছেন অনন্ত জলিল। ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি দিতে যাচ্ছেন বলে ‘শতভাগ’ নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ প্রযোজক ও চিত্রনায়ক।

‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে বলে জানাগেছে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।
এ সিনেমায় অভিনয় করেছেন, অনন্ত জলিল, বর্ষা এবং ইরান ও লেবাননের অভিনেতারা।

চিত্রজগত/চলচ্চিত্র

সংশ্লিষ্ট সংবাদ