শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

১০ বছর পর পর্দায় ফিরছেন জেনিফার

অভিনেত্রী জেনিফার লরেন্স -- চিত্রজগত.কম

দীর্ঘ বিরতি শেষে আবারও পর্দায় ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। জানা গেছে, ‘কজওয়ে’ সিনেমায় শিগগিরই দেখা যাবে তাকে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ধরে বলা যায়, ‘হাঙ্গার গেমস’-এর পরে দিশা হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী জেনিফার।

বিপুল সাফল্যের পর কিছুটা আত্মনিয়ন্ত্রণ হারান তিনি। শোনা যাচ্ছে, কিছু কাছের মানুষের সহযোগিতায় ২০১২ সালের পর একেবারে ২০২২ সালে এসে আবারও ফিরেছেন কাজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন হারিয়ে যাওয়া নাম আবার ফিরিয়ে আনবেন ইন্ডাস্ট্রিতে।

‘কজওয়ে’ ছবিতে লিনসে নামে এক নারীসেনার ভূমিকায় দেখা যাবে জেনিফারকে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যায় ভুগছে সেই চরিত্র। যুদ্ধক্ষেত্রের ভয়াবহ কোনো স্মৃতি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তার সঙ্গে যুদ্ধ করতে করতেই লড়াইয়ের ময়দানে জেনিফার। নতুন ছবিটি মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে, এমনটি জানিয়েছেন জেনিফার। ‘তার ভাষায়, ‘গল্পটি খুব নিজের মনে হলো। বহুদিন পর এই অনুভূতি।’

‘হাঙ্গার গেমস’-এর পর হারিয়ে যাওয়া প্রসঙ্গে জেনিফার বলেন, ‘মনে হয় নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। হাঙ্গার গেমস থেকে বেরোনো, তারপর সিলভার লাইনিং প্লেবুক-এর জন্য অস্কার জেতা– এ সব কিছুর মধ্যে নিজেকে কেমন পণ্য বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল, কোনো সিদ্ধান্ত বা চাওয়া যেন আর শুধু আমার থাকছে না। বড় একটা গোষ্ঠীর হয়ে যাচ্ছে। আমি যেন তাদের সাজানো পুতুল।’

২০১০ সালে ‘উইন্টার বোন’ ছবিতে কালজয়ী অভিনয়। তারপর ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে যান। ড্যারেন অ্যারোনোফস্কির ‘মাদার’, ডেভিড ও রাসেলের ‘জয়’ এবং ‘আমেরিকান হাসল’ হয়ে অ্যাডাম ম্যাককের ব্যঙ্গাত্মক ছবি ‘ডোন্ট লুক আপ’-এও উন্মাদনার পারদ চড়িয়েছিলেন জেনিফার।

আবারও নতুন করে ফিরছেন পর্দায়; ‘কজওয়ে’ দিয়ে শুধু অভিনয়ে ফিরছেন তাই নয়, প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন জেনিফার। সূত্র: আনন্দবাজার পত্রিকা

চিত্রজগত ডটকম/হলিউড

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়