বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসছে ৫০ গান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০টি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী মুনতাসির তুষার। এরই মধ্যে প্রায় সবগুলো গানের রেকর্ডিংও সম্পন্ন করেছেন তিনি। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের তারকাশিল্পীরা।

এ তালিকায় আছেন- কুমার বিশ্বজিৎ, পপশিল্পী মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ আরও অনেকে। বিভিন্ন গীতিকারের লেখা সবগুলো গানেরই সুর-সংগীত করছেন মুনতাসির তুষার।

মুনতাসির তুষার বলেন, ‘চলতি বছর ২৬ মার্চে আমি একটি ঘোষণা দিয়েছিলাম। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ৫০টি মৌলিক গান করার। সেই ভাবনা থেকেই গানগুলো তৈরি করা। ইতিমধ্যেই আমরা প্রায় সবগুলো গানের রেকর্ডিং শেষ করেছি। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ।’

পপশিল্পী মেহরীন বলেন, ‘খুবই ভালো একটি উদ্যোগ। গতকাল (২২ নভেম্বর) আমার গানের রেকর্ডিংটি হয়েছে। সত্যিই ভালো লাগছে, দেশের সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পেরে।’

মুনতাসির তুষার জানান, আগামী মাস থেকে ১০টি করে গান ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। সবগুলো গানই প্রকাশ হবে অক্ষর রেকর্ডসের ব্যানারে।

চিত্রজগত/সঙ্গীত

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়