বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

যে কারণে বিজেপি ছাড়লেন শ্রাবন্তী

রাজ্যের প্রকৃত উন্নয়নের স্বার্থে গ্রহণযোগ্য পদক্ষেপ নিচ্ছে না বিজেপি। পশ্চিমবঙ্গ নিয়ে আন্তরিকতার অভাব বিজেপির। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে একথা ঘোষণা করেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কিন্তু এরপরই প্রশ্ন ওঠে- এতদিন পরে এই কথা বুঝলেন তিনি? দল ছাড়ার আসল কারণটি কী? এসব নানা প্রশ্ন ঘুরছে পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গণে। তবে আচমকা কোনও সিদ্ধান্ত যে শ্রাবন্তী নেননি, সেটা এক বাক্যে স্বীকার করছেন অনেকেই।

এমনকি এ প্রশ্নও উঠছে যে, গত কয়েকমাস ধরেই কি বিজেপি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রাবন্তী? এসবের মধ্যেই নতুন এক দাবির জন্ম দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না। আর এতেই এবার প্রশ্ন উঠছে, তবে কি শ্রাবন্তীর তৃণমূলে যোগদান এখন কেবলই সময়ের অপেক্ষা!

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, গত সোমবার মুখ্যমন্ত্রীর আহ্বানে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রণের চিঠি গিয়েছিল শ্রাবন্তীর কাছেও। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেই অনুষ্ঠানে শ্রাবন্তী উপস্থিত থাকতে পারেননি। যদিও খোদ বিজেপি নেত্রী শ্রাবন্তীর কাছে মুখ্যমন্ত্রীর তরফে কার্ড পাঠানোকে অন্য চোখেই দেখছেন অনেকে।

কেননা, এতদিন নেটমাধ্যমে শ্রাবন্তীর বিভিন্ন অ্য়াকাউন্টে বিজেপির নেতা-নেত্রীদের সঙ্গে তাঁর ছবি শোভা পেত। সেসব আচমকাই উধাও হয়ে গেছে এদিন। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, শ্রাবন্তী স্বেচ্ছায় এসেছিলেন। আবার স্বেচ্ছায় চলে গিয়েছেন। তাঁর বিজেপি ত্যাগে দলের কোনও সমস্যা হবে না। (সূত্র: হিন্দুস্তান টাইমস)

চিত্রজগত/টলিউড

সংশ্লিষ্ট সংবাদ