বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মুম্বাইয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ভারতের মুম্বাইয়ে রোববার (২৯ মে) থেকে শুরু হতে যাচ্ছে ১৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি চলবে ৪ জুন পর্যন্ত।

এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে উৎসবে যোগ দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সে লক্ষ্যে বাংলাদেশের ছবি ও ডকুমেন্টারি ৩০ মে থেকে পরপর ৫দিন প্রদর্শিত হবে।

জানা গেছে ৩০শ মে এবং পহেলা জুন আবু শাহেদের ‘আড়াই মন স্বপ্ন’, অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’, ডকুমেন্টারি রতন পাল্লার ‘দোজাহান’, দিলারা বেগমের ‘জোথরলীনা’ ছবি এবং শবনম ফেরদৌসীর ‘বর্ণ টুগেদার’ দেখানো হবে। এছাড়া ‘নট আ পেনি, নট আ গান’ ‘হাসিনা: আ ডটারস টেল’,‘রিপ্লিস’, ‘কান পেতে রই’ ‘জলো গেরিলা’ নামের ছবি ও ডকুমেন্টরি গুলিও একে দেখানো হবে উৎসবের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

চিত্রজগত/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ