শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘মনোয়ার-সাজু’ প্যানেলের নির্বাচনী ইশতেহার

দেশীয় বিনোদনের বড় অঙ্গন হচ্ছে টেলিভিশন মিডিয়া। সেই টেলিভিশন মিডিয়ার প্রোগ্রাম প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ (টেলিপ্যাব)। টেলিপ্যাব—এর নির্বাচন—২০২২—২৪ আগামী ১৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

এবার নির্বাচন উপলক্ষে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রিয়ন্তীর কর্নধার মনোয়ার পাঠান—সাজু মুনতাসিরকে নিয়ে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। অপর প্যানেলের নেতৃত্বে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল।

টেলিপ্যাব হচ্ছে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির একটি প্রধান সংগঠন। প্রযোজকদের এই সংগঠন নানাবিধ কারনে সেটি বাস্তব রূপ নিতে পারে নাই। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ‘টেলিপ্যাব’ এর ছায়াতলে একই পরিবার। মনোয়ার—সাজুর প্যানেলের ঘোষণা ও অঙ্গীকার যে কোন মূল্যে সবাইকে নিয়ে টেলিপ্যাবকে প্রধান সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা। টিভি প্রযোজকদের জন্যই গড়ে তুলবেন আগামীর টেলিপ্যাব।

মনোয়ার পাঠান—সাজু মুনতাসির প্যানেলের ইশতেহারে বলেছেন আমরা অলীক স্বপ্নে বিভোর হতে চাই না। আমাদের স্বপ্ন খুব ছোট, টেলিপ্যাবের ঐতিহ্য, গৌরব এবং সম্মান ফিরিয়ে এনে টেলিপ্যাবকে বাংলাদেশের ইন্ডাষ্ট্রিতে প্রধান এবং অভিভাবক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। গত ১৩ই মার্চ সন্ধ্যায় ঢাকায় এক প্যানেল পরিচিতি সভায় মনোয়ার—সাজু প্যানেলের ১৯টি ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার বিষয়ে প্রযোজক সদস্যরা বক্তব্য প্রদান করেন।

এতে ইদ্রিস হায়দার, মাসুদ মহিউদ্দিন, তুহিন বড়–য়া, মনির হোসেন জীবন, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, এস এম আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম মিন্টু, শামছুজ দোহা পাটোয়ারী, ফিরোজ শাহী, দেওয়ান হাবিব, আসিফ নজরুল, সৈয়দ আওলাদ, হাফিজুর রহমান সরুজ, রফিকুল্লাহ সেলিম, হাসান জাহাঙ্গীর, খোরশেদ আলম খসরু ও মনোয়ার পাঠান।

প্যানেল পরিচিতি: মনোয়ার পাঠান— সভাপতি পদপ্রার্থী, সাজু মুনতাসির—সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মাহবুবা শাহরীন তায়েব (মিতু)—সহ—সভাপতি, কাজী রিয়াজ হোসেন নয়ন—সহ—সভাপতি, কাজী সাইফুল ইসলাম সোহেল— সহ—সভাপতি, শহিদ আলমগীর— যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল হক রেজা—যুগ্ম সাধারণ সম্পাদক, আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল)—সাংগঠনিক সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম—অর্থ সম্পাদক, নাহিদ নিয়াজী রিপন—দপ্তর সম্পাদক, এম এস কে সানজিদ খান প্রিন্স—প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। আইন বিষয়ক সম্পাদক— শিমুল সরকার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পদক — জাকির হোসেন, আর্কাইভ বিষয়ক সম্পাদক — এস এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক — এম রেজাউল করিম সজল, শিক্ষা ও গবেষণা বিষয় সম্পাদক — অনন্য ইমন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক— মোঃ সায়েম মিয়া।

কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী: জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন) শেখ রুনা, মোঃ বাশেদ সিমন, আইনুল হক আদিল, মোঃ মোজাম্মেল হক খান, মনির পারভেজ। ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু।

চিত্রজগত/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ