শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভালো গল্প ও চরিত্র পেলে ওটিটিতে’ও আগ্রহ ববি’র

চিত্রজগত ফটো -- চিত্রজগত.কম

ওয়েবে দর্শক চাহিদার কারণে জনপ্রিয় নির্মাতাদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরাও ঝুঁকছেন এ মাধ্যমে। ঢাকাই সিনেমার দুর্দিনে এ ইন্ডাস্ট্রির শিল্পীরাও ওয়েব’র প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

সম্প্রতি ঢাকাই সিনেমার প্রিয়মুখ ববি’ও ওটিটিতে দেখা গেছে।

চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত হবেন কি না, জানতে চাইলে ববি বলেন-

‘আমি নিজে ভালোভাবে অভিনয় করার বিষয়টিকে বেশি গুরুত্ব দিই। সিনেমা, ওটিটি এসব বিষয় নিয়ে সিরিয়াস চিন্তা করি না। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিষয় কিংবা মাধ্যমের পরিবর্তন হবে। এ পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই বড় বিষয়। সে দিক থেকে বলব, ওটিটিতে একটি কাজ করেছি-সাড়াও ভালো পেয়েছি।’

ববি আরও বলেন, ‘ভালো গল্প-চরিত্র পেলে ওটিটিতে আরও কাজ করতে পারি। সিনেমা ও অভিনয় আমার ভালোবাসার জায়গা। দিন শেষে আমি অভিনয়টা ঠিকঠাক করতে চেয়েছি। কতটা ভালো অভিনয় করতে পেরেছি তা দর্শকরা বলতে পারবেন। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও সেটা করব।’

ববির মতে ‘দেশে কমেছে অনেক সিনেমা হলেও সংখ্যাও। বিকল্প বিনোদন মাধ্যম হিসেবে দর্শকের কাছে ওয়েবভিত্তিক নাটক জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারণ।’

বিশ্বের বিভিন্ন দেশে ওয়েবসিরিজ নির্মাণ শুরু হয়েছে আরও আগে থেকে। সেসব ওয়েবসিরিজে অভিনয় করেছেন বিশ্বের সব নামীদামী তারকারা। বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে সেগুলো। বিশ্বায়নের প্রভাবে ওয়েবসিরিজের সেই ঢেউ এসে পৌঁছেছে বাংলাদেশের বিনোদন জগতেও।

বিশেষ করে করোনা মহামারির মধ্যে একের পর এক ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল, তার মধ্যে কয়েকটি কনটেন্ট লুফে নিয়ছিল দর্শকেরা। এর ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্মগুলো ওয়েব সিরিজ নিয়ে আলাদা করে পরিকল্পনা করছেন। শুধু ঢাকায় নয়, সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ঢাকাই সিরিজের সুখ্যাতি।

চিত্রজগত ডটকম/ওটিটি

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়