বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

বাংলাদেশ প্যানোরমায় সেরা ছবি ‘সাঁতাও’

পুরস্কার নিচ্ছেন ‘সাঁতাও’ ছবির পরিচালক খন্দকার সুমন। -- চিত্রজগত.কম

৯ দিনব্যাপী একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল গতকাল রবিবার। সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‍পুরস্কার দেয়ার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের এবারের আসর।

উৎসবে বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম ঘোষণা করা হয়। সেখানে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা কাহিনিচিত্রের পুরস্কার পেয়েছে খন্দকার সুমন নির্মিত ‘সাঁতাও’।

ছবিটি গণঅর্থায়নে নির্মিত হয়েছে। উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে ছবিটির প্রিমিয়ার হলো। আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ ছাড়া শেষ দিন অন্যান্য বিভাগেরও পুরস্কার ঘোষণা ও দেয়া হয়।

বাদল রহমান পুরস্কার:

মাজেল আ তায়েম্ফস্তভি লেসা

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগ:

সেরা চিত্রগ্রাহক: আর্টিওম আনিসিমভ (পোডেলনিকি, রাশিয়া)
সেরা স্ক্রিপ্ট রাইটার: অনিক দত্ত (অপরাজিত, ভারত)
সেরা অভিনেত্রী: কেতকী নারায়ণ (প্রপেদা, ভারত)
সেরা অভিনেতা: মিস্টার ইক্কেই ওয়াতানাবে (নাকোডো-ম্যাচমেকারস, জাপান)
সেরা পরিচালক: আলী ঘাভিতান (জেন্দেগি ভা জেন্দেগি, ইরান)
শ্রেষ্ঠ চলচ্চিত্র: মাদারলেস, ইরান

বিশেষ অডিয়েন্স পুরস্কার: জে কে ১৯৭১, বাংলাদেশ

অডিয়েন্স পুরস্কার: হাওয়া, বাংলাদেশ

স্পিরিচুয়াল ফিল্ম:
সেরা তথ্যচিত্র: মহাত্মা হাফকাইন, রাশিয়া
সেরা কাহিনিচিত্র: ঘরে ফেরা, বাংলাদেশ

উইমেন ফিল্মমেকারস:
সেরা তথ্যচিত্র: আওয়ার মাদার, গ্র্যান্ডমাদার, প্রাইম মিনিস্টার: সিরিমাভো
সেরা পরিচালক: ক্যাথেরিনা ওল (অ্যালে উলেন গেলিয়েবট ওয়ের্ডেন, জার্মানি)
সেরা কাহিনিচিত্র: অ্যাকাউসে মি

বাংলাদেশ প্যানোরমা:
সেরা চলচ্চিত্র: সাঁতাও
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন?
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম রানার আপ: হাঘরে
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বিতীয় রানার আপ: কৃষ্ণপক্ষ

৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেনস ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র দেখানো হয়।

চিত্রজগত ডটকম/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়