শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘দলের জন্য খেলেছি, কখনোই ভাবিনি সেঞ্চুরি হবে’

ফাইল ফটো -- চিত্রজগত.কম

টানা দুবার ভারত-বধের নায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন সেঞ্চুরি হবে এমনটা ভাবেননি, ‘এটা কখনোই ভাবিনি সেঞ্চুরি হবে। দলের জন্য খেলেছি, ছন্দে ছিলাম, আল্লাহর অশেষ অনুগ্রহ ছিল, হয়ে গেছে।’

৫৫ বলে ফিফটি পূর্ণ করা মিরাজ পরের ৫০ রান নিয়েছেন মাত্র ২৮ বলে। ইনিংসের শেষ বলে ১ রান নিয়ে পূর্ণ করেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। বাংলাদেশ পায় ২৭১ রানের পুঁজি।

তারপরও নিরাপদ ছিল না স্কোর। চোটে পড়া রোহিত শর্মা ৯ নম্বরে নেমে যেভাবে ব্যাট করছিলেন তাতে কঠিন হয়ে উঠেছিল জয়ের পথ।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলা মিরাজ ম্যাচে বড় অবদান রাখলেও শেষদিকে নাসুম আহমেদের ১১ বলে ১৮ রানের ইনিংসটিকেও বড় করে দেখছেন।

মিরাজ ও নাসুম অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ২৩ বলে যোগ করেন ৫৪ রান। তাতে বাংলাদেশ পায় লড়াকু সংগ্রহ।

শেষের লড়াই সম্পর্কে মিরাজ বললেন, ‘অসাধারণ ব্যাটিং করেছে নাসুম। ওইখানে সে যে রান করেছে তা দলের জন্য অনেক অনেক সাহায্য করেছে। যেখানে আমাদের রান হতো ২৫০, সেখানে হয়েছে ২৭০। এখানে আমি অবশ্যই কৃতিত্ব দিতে চাই নাসুম ভাইকে। সে খুব দ্রুত রান তুলেছে, সেটি দলের জন্য খুব সাহায্য করেছে এবং ওনার যে অবদানটা ছিল সেটি কার্যকর ছিল দলের জন্য। দেখেন ওরা(ভারত) খুব কাছে গিয়ে হেরেছে। নাসুমের এই ছোট অবদানটা বড় সাহায্য করেছে।’

চিত্রজগত ডটকম/ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ