শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

টিভি-সিনেমার তারকারা যখন মঞ্চে

সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

ফেসবুকে কিছু ছবি ঘুরছে। সেগুলো দেখলে ভ্রু কুঁচকে যায় বই কী! অভিনয়শিল্পী আফরান নিশো, আশনা হাবিব ভাবনা, নাজিফা তুষিরা অভিনয় করছেন। এ আর নতুন কী? নতুন বটে। এতদিন দর্শকরা তাদের দেখেছেন টেলিভিশন, সিনেমাতে। এবার তাদের দেখা গেল মঞ্চে।

হঠাৎ এই অভিনয়শিল্পীরা মঞ্চে কেন? নিশো, ভাবনা, নাজিফাদের অভিনয়ে মাত দর্শক। ছোট কিংবা বড় দুই পর্দাতেই তাদের অভিনয় প্রংশসনীয়। তবে কি মঞ্চে ফিরলেন তারা? তার উত্তর পাওয়া গেল ভাবনার করা ফেসবুক পোস্টে। সেখানে একটি ছবিতে দেখা গেল ভাবনাকে তার মা জড়িয়ে ধরেছেন। আবেগঘন মুহূর্ত। ভাবনা লিখেছেন, ‘আমি অভিনয়ের শুরু থেকেই চেয়েছিলাম মঞ্চে কাজ করব, শিখব, তবে করতে পারিনি। পড়াশোনা, শুটিং এবং অবশ্যই আশপাশের মানুষের ইনফ্লুয়েন্সে হয়নি। তবে আমি সবসময় টের পেয়েছি অভিনয় নিয়ে আমাকে কাজ করতে হবে, আমাকে তালিম নিতে হবে, আমাকে শিখতে হবে।’

ভাবনা জানিয়েছেন, এরপর তিনি সৈয়দ জামিল আহমেদের তত্ত্বাবধানে বেশ কয়েকটি কর্মশালা করেন। শেষ করেছেন দুই মাসব্যাপী ‘স্তানিস্লাভস্কির পদ্ধতির আলোকে অগ্রবর্তী নাট্য প্রশিক্ষণ’। স্পর্ধার আয়োজনে সৈয়দ জামিল আহমেদের তত্ত্বাবধানে এই কর্মশালার মুখ্য প্রশিক্ষক ছিলেন মহসিনা আক্তার।

ভাবনা লিখেছেন, ‘দুই মাস ওয়ার্কশপ শেষে আমাদের প্রোডাকশন করতে হয়েছে আমন্ত্রিত অতিথিদের সামনে। শো শেষ করে এভাবেই আমার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। এমন মুহূর্ত আমার জীবনের জন্য আশীর্বাদ। এর চেয়ে সুন্দর ছবি আর নেই জীবনে।’

এই কর্মশালাকে কেন্দ্র করে একটা নতুন আভাস তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। দেশে অভিনয়ের উচ্চতর প্রশিক্ষণ নেই বললেই চলে! এমন অভিযোগ ছিল। সেখানে ইন্ডাস্ট্রির তারকাদের সমন্বয়ে এমন একটি অভিনয়ের প্রশিক্ষণ নতুন করে আশা জাগিয়েছে। নির্মাতা ও অভিনেতা সাইফুল জার্নাল এই ছবিগুলো শেয়ার করে ফেসুবকে লিখেছেন, ‘অভিনয়টা শেখার বিষয়। স্পর্ধার পেশাদার উদ্যোগকে অভিবাদন জানাই।’

স্পর্ধার ওই আয়োজনে অংশগ্রহণ করেন আফরান নিশো, নাজিফা তুষি, আশনা হাবিব ভাবনা, সিফাত নওরিন বহ্নি, জোপারী লুসাই, আইশা খান, মারশিয়া মেহনাজ শাওন, শারমিন আক্তার শর্মী, তানভীর আহমেদ, ইশতিয়াক নাসির, সরওয়ার জাহান উপল ও আয়শা মারজানা। নাজিফা তুষি বলেন, ‘গায়কের যেভাবে রেওয়াজ করতে হয়, লেখকের যেভাবে লিখতে হয়, অভিনেতারও নিয়মিত চর্চা করতে হয়। আমাদের এখানে সেই সুযোগ হয় না। একা একা তো হয় না। দলের সঙ্গে বা স্যারের সঙ্গে করলাম। এটা খুবই কাজের। আর জামিল স্যারের সঙ্গে কাজ করা খুবই ইন্সপায়ারিং।’

‘স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’-এর কোর টিমের সদস্য মহসিনা আক্তার জানিয়েছেন, এই প্রশিক্ষণ চলবে। সামনে বিভিন্ন বিষয়ের ওপরে প্রশিক্ষণ দেয়া হবে।

চিত্রজগত ডটকম/মঞ্চ

সংশ্লিষ্ট সংবাদ