শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জমকালো আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

চিত্রজগত ফটো -- চিত্রজগত.কম

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর আজ জন্মদিন। পথ চলার ২৩ বছর পূর্ণ করে আজ শুক্রবার ১ অক্টোবর থেকে ২৪ বছরের পথচলা শুরু হয়েছে চ্যানেল আইয়ের।

প্রতি বছর ১ অক্টোবর মানুষের মিলন মেলায় পরিণত হয় চ্যানেল আই চত্বর। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। ১ অক্টোবর সকাল থেকেই নানা আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। সকাল ১১টায় পায়রা উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়।

চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, শাইখ সিরাজ ও আবদুর রশিদ মজুমদার।

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “সবাই যেন বলি ‘আমার চ্যানেল আই’। এটুকুই প্রত্যাশা।”

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই প্রথম দিন থেকেই চেয়েছে গনমানুষের চ্যানেল হওয়ার। সেটা চ্যানেল আই কতটুকু পূরণ করতে পেরেছে, সেই বিচার আপনাদের মাঝে।’

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতিপ্রেমী এবং ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ‘চ্যানেল আই মানুষের কথা ভেবেছে, মানুষের কথা ভেবেছে। দেশ ও মাটি সব মিলিয়ে চ্যানেল আই। শুধু এন্টারটেইনমেন্ট নয়, ইনফরমেশনের ব্যাপারটিও চ্যানেল আই সবসময় মাথায় রেখেছে। সেই চ্যানেল আই ২৪ বছরে পড়লো। চ্যানেল আই যেন আরও অনেক বছর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।’

ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘মাধ্যমটার নাম গণমাধ্যম। এর চেয়ে আর বড় কিছু তো বলার থাকে না। আমরা চেষ্টা করেছি দীর্ঘ দুই যুগ ধরে, কতটা সফল হয়েছি তা আপনাদের বিবেচনা। তবে আমাদের চেষ্টা সবসময়েই থাকবে।’

ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার বলেন, ‘এই চলার পথে আপনারা আমাদের সাথে যেরকম ছিলেন, আগামীতেও থাকবেন সেই আশাই করি।’

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়।

সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদও শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

চিত্রজগত ডটকম/মিডিয়া

সংশ্লিষ্ট সংবাদ