শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কলকাতা চলচ্চিত্র ‍উৎসবে বাংলাদেশ

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার দৃশ্য৷ - ফাইল ফটো -- চিত্রজগত.কম

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে বাংলাদেশের অংশগ্রহণ। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। আর বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশি নির্মাতা তানভীর মোকাম্মেল।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। গত ৪ ডিসেম্বর উৎসবের নিজস্ব ওয়েবসাইটে মনোনীত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করে।

সেখানে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে মনোনীত হয়েছে মোট ১৪টি সিনেমা। এর মধ্যে একটি মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এই বিভাগে বিচারক হিসেবে আছেন পাঁচজন। চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক ও প্রোগ্রামার ইলিয়ানা জাকোপলু। এই বিভাগেই বিচারক হিসেবে আছে তানভীর মোকাম্মেলসহ মানো খলিল, শালিনী ডোরে ও তান্নিষ্ঠা চ্যাটার্জি।

উৎসবে ৫৭টি দেশ থেকে ১ হাজার ৭৮টি ছবি জমা পড়ে। সেখান থেকে ১৮০টি ছবি দেখানো হবে। অংশগ্রহণ করবে ৫২টি দেশের প্রতিনিধিরা। উদ্বোধনীতে উপস্থিত হবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।

চিত্রজগত ডটকম/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়