শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উৎসবের জন্য তৈরি হচ্ছে ‘ফেরেশতে’

অভিনেত্রী জয়া আহসান। -- চিত্রজগত.কম

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তাকে নিয়ে ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজম তৈরি করছেন সিনেমা ‘ফেরেশতে’। এর গল্পও লিখেছেন তিনি। সিনেমাটিতে গেল বছর চুক্তিবদ্ধ হন জয়া। গেল বছরের ২৩ জানুয়ারি সংবাদ সম্মেলনে ঘটা করে সিনেমার নাম ও জয়ার অভিনয়ের বিষয়ে ঘোষণা দেন মুর্তজা অতাশ জমজম। তখন জানা যায়, ২০২১ সালের শেষদিকে ঢাকায় এ সিনেমার শুটিং শুরু হয়। নির্মাতা জানান, সিনেমার শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন এলাকাসহ কিছু জায়গায়।

এরপর কেটে গেছে এক বছর। আর কোনো খোঁজ মেলেনি ‘ফেরেশতে’র। এ সিনেমার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ছবির শুটিং শেষ হয়েছে। তবে এটি এখনও প্রদর্শনের জন্য প্রস্তুত নয়। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে এটি কখন বাংলাদেশে মুক্তি পাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলা, ফারসি ও ইংরেজিÑ তিনটি ভাষায় তৈরি হচ্ছে ‘ফেরেশতে’। প্রথমে ইংরেজি ভাষার ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে। এরপর ইরান ও বাংলাদেশে মুক্তি পাবে। আপাতত সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।’

কোন কোন উৎসবে অংশ নেবে ‘ফেরেশতে’? এর উত্তরে ড. মো. মুমিত আল রশিদ বলেন, ‘এ বছরের কান চলচ্চিত্র উৎসব টার্গেট ছিল। সেটি আর সম্ভব নয়। আগামী বছরের জন্য এটি জমা দেওয়া হবে। এ ছাড়া বিশ্বজুড়ে চলচ্চিত্রের সবরকম উৎসবেই পাঠানো হবে ‘ফেরেশতে’। পরিচালকের এমনই ইচ্ছে।’

তিনি আরও জানান, সিনেমাটিতে গান করছেন ইরানি শিল্পীরা। সম্পাদনা শেষ হলে এর প্রচারণা শুরু হবে।

সিনেমাটিতে একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে ফেরেশতে নতুন মাত্রা যোগ করবে, এটা মনেপ্রাণে বিশ্বাস করি। অসম্ভব সুন্দর গল্পের একটি সিনেমা হবে এটি। এই সিনেমায় নতুন আমাকে দেখা যাবে। সমাজে সবার খুব কাছের- এমন একটি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির সঙ্গে দর্শক খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবেন।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুকসহ অনেকে।

চিত্রজগত ডটকম/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ