শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

আজ শিল্পকলায় মঞ্চায়িত হবে শরৎচন্দ্রের ‘বিলাসী’

সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

আজ (২৬ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একা‌ডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প ‘বিলাসী’ অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘বিলাসী’।

নাটকটির নির্দেশনা দিচ্ছেন সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিপটন ইসলাম। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ষষ্ঠ প্রযোজনা ও ‘বিলাসী’র দ্বিতীয় মঞ্চায়ন।

লিপটন ইসলাম বলেন, ‘বাংলা সাহিত্যে এমন অনেক গল্প রয়েছে, যেগুলো আমাদের জীবন নিয়ে ভাবতে শেখায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এমনই একটি ছোটগল্প বিলাসী। যেখানে সমাজের বিভিন্ন কুসংস্কার ও গোঁড়ামির চিত্র ফুটে উঠে। এই নাটকটি মঞ্চপ্রেমীদের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশা করি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রজ্ঞা চন্দ, সুপ্রিয় ঘোষ, মেহেদি হাসান সোহান, লিপটন ইসলাম, সাফিন উজ জামান, নাজমুল হোসেন, জয়শ্রী চৌধুরী, মোশরফ খান, এমদাদুল হক বাঁধন, ইয়াসির আরাফাত ও কাজী সাজ্জাদুর রহমান।

চিত্রজগত/মঞ্চ

সংশ্লিষ্ট সংবাদ