শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

অস্কার ২০২২-এর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা আজ

বিশ্ব চলচ্চিত্র দুনিয়া অপেক্ষা করে আছে চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২২ অনুষ্ঠানের জন্য। নির্দিষ্ট তারিখেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে অস্কার ২০২২ -এর মনোনীতদের নিয়ে অনুষ্ঠান।

ব্ল্যাক-ইশ তারকা ট্রেসি এলিস রস এবং অভিনেতা-কমেডিয়ান লেসলি জর্ডানের উপস্থাপনায় সঞ্চালিত হবে অনুষ্ঠানটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৮ তে শুরু হওয়ার কথা অনুষ্ঠানটি।

২০ জানুয়ারি বৃহস্পতিবার, দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রকাশ করেছে ২০২২ সালের অস্কারে ‘সেরা চলচ্চিত্র’এর দৌড়ে রয়েছে কোন কোন সিনেমা। তালিকায় রয়েছে ২৭৬টি সিনেমা।

যাদের মধ্যে থেকে সেরার সেরা খতাব পাবে একটি চলচ্চিত্র। তালিকার ২৭৬টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘ব্ল্যাক উইডো’, ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ সহ অন্যান্য ছবি।

অস্কার ২০২২ এর সেরা ফিচার চলচ্চিত্রের দৌড়ে রয়েছে দক্ষিণের ছবি ‘জয় ভীম’,’মরোক্করঃ লায়ন অক দ্য আরবিয়ান সি’। আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ছবি ‘জয় ভীম’ আইএমডিবি রেটিংয়ে সর্বোচ্চ রেটিং পাওয়া ছবি।

এই বছরের অস্কার মনোনয়নের ভোটিং শুরু হয় ২৭ জানুয়ারি।

চিত্রজগত/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়