তৃতীয় ওয়ানডে
৫০ রানে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

হাত থেকে বের হয়ে গিয়েছিল ক্যাচটি, দ্বিতীয় দফার চেষ্টায় সেটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ক্রিস ওকস দিয়েছেন ফিরতি ক্যাচ, বাংলাদেশ জিতেছে ৫০ রানেই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাদেশ হারাল ৫০ রানে।
২৪৬ রানের সংগ্রহ, ইনিংসের মাঝপথে যেটিকে মনে হচ্ছিল একটু কমই। তবে এ উইকেট ছিল মন্থর, নিচু বাউন্সের। সে অর্থে ব্যাটসম্যানরা স্বস্তি পাননি। যদিও বাংলাদেশ ইনিংসের শেষ দিকের পর ইংল্যান্ড ইনিংসের শুরুতে ব্যাটিং একটু সহজ মনে হচ্ছিল। ফিল সল্ট ও জেসন রয়ের ওপেনিং জুটিতে শুরুটাও ঝোড়ো করে ইংল্যান্ড।
তবে এরপর থেকে আর সেভাবে বড় জুটি গড়তে পারেনি তারা। সাকিব, ইবাদতের পর তাইজুল, মিরাজও এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। ইংল্যান্ডের কেউ ফিফটির দেখা পাননি, প্রথম উইকেটের পর ফিফটি জুটিও হয়নি কোনো। ফল—৪৩.১ ওভারে ১৯৬ রানেই আটকে গেছে তারা।
ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেট নেওয়ার পথে ব্যাটে-বলে দুর্দান্ত এক দিন কাটিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ৭৫ রানের পর নিয়েছেন ৪ উইকেট।
এ জয়ে ২০১৪ সালের পর দেশের মাটিতে প্রথমবার ধবলধোলাই হওয়া আটকেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে এ নিয়ে পঞ্চমবার ওয়ানডেতে হারাল বাংলাদেশ, সর্বশেষ জয়টি এসেছিল ২০১৬ সালে।
চিত্রজগত ডটকম/ক্রিকেট