রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

৩০০ পরিবারে শীতবস্ত্র উপহার নায়ক সাইমনের

অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও বেশ এগিয়ে চিত্রনায়ক সাইমন। সাধারণ মানুষের পাশে থেকে তাদের ভালোমন্দ বিষয়গুলো শেয়ার করে আনন্দ পান এই চিত্রাভিনেতা। গ্রামের উন্নয়নে নিয়মিত কাজ করে আসছেন সাইমন। এবার শীত উপলক্ষে প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নায়ক।
ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। সিনেমার বাইরে তিনি একজন ইতিবাচক মানসিকতার মানুষ। সহশিল্পীদের প্রয়োজনে যেমন পাশে থাকেন, আবার নিজের জন্মস্থানের কথাও এক মুহূর্তের জন্য ভোলেন না। এ আয়োজনে তার সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাইমনের বাবা সাদেকুর রহমানসহ আরও অনেকে।

সাইমনের জন্ম ও বেড়ে ওঠা কিশোরগঞ্জের সদর উপজেলার কলাপাড়া গ্রামে। সেখানকার উন্নয়নে তিনি গড়ে তুলেছেন ‘কলিজার গ্রাম’ নামের একটি উদ্যোগ। যেটার স্লোগান- ‘নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায়’।

এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমরা একটি আদর্শ, সুখী সমৃদ্ধ গ্রাম হিসেবে দেখতে চাই আমাদের প্রিয় জন্মভিটাকে। সবাইকে নিয়ে আমি বেশ কিছু স্বপ্ন লালন করে ‘কলিজার গ্রাম’ উদ্যোগটি নিয়েছি। স্বপ্ন আসলে এ গ্রামের সবাই। আমরা সবাই মিলেই চেষ্টা করবো একে অপরের পাশে থাকতে। সেই ভাবনা নিয়ে ‘কলিজার গ্রাম’ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি।’

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর উপলক্ষে গ্রামে বেশ কিছু কর্মসূচি পালন করেছেন সাইমন। সেখানে ছিল শিশুদের নিয়ে নানা রকম খেলা। বড়রাও অংশ নেন ঐতিহ্যবাহী সব খেলাধুলায়।

চিত্রজগত/ঢালিউড

সংশ্লিষ্ট সংবাদ