বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

১০ মার্চ ডিরেক্টরস গিল্ড এর নির্বাচন

সভাপতি পদপ্রার্থী এস এ হক অলিক ও অনন্ত হীরা । -- চিত্রজগত.কম

ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ১০ মার্চ। নির্বাচনকে ঘিরে তর্ক-বিতর্ক বেড়েই চলছে। পরিচালকেরা জানান, নির্বাচন ঘিরে প্রতিবারই সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। নির্বাচনে প্রার্থী হলেই তাঁদের নিয়ে শুরু হয়ে যায় নানা সমালোচনা, তর্ক-বিতর্ক, গ্রুপিং। যার ফলে তাদের নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এ জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সংগঠনমুখী হতে চান না অনেকে। এসব কারণে এবারও নির্বাচন থেকে সরে গেছেন একাধিক সাংগঠনিক কাজের যোগ্য নির্মাতারা।

জানা যায়, মেয়াদ শেষ হলেও একটি নির্দিষ্ট সময় পর নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগের নির্বাচনে তেমনটাই দেখা গেছে। কিন্তু এবার তা না করে তড়িঘড়ি করে নির্বাচন হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সেখানে আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে নির্বাচন। সেই সভায় একাধিক পরিচালক সংগঠনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।

সালাউদ্দিন লাভলু বলেন, -আমি তো এখনো দায়িত্বে আছি। এসব নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। নির্বাচনের পর নতুন কমিটির শপথের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হবে। তবে শুধু এটুকু বলব, কাজ করতে গেলে পক্ষ-বিপক্ষ বিতর্ক হবেই। আমরা এটা বুঝেছি, নির্বাচিত করে দেওয়ার পর সবার মন রেখে কাজ করা কঠিন। আমরা চেষ্টা করেছি, কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। কেউ কেউ তড়িঘড়ি বললেও নিয়ম মেনেই সব করছি।

এ বছর নির্বাচনের জন্য সাধারণ সভায় উত্থাপন করা হয়েছিল সিলেকশন প্রক্রিয়া। কারণ; নির্বাচনে সমিতির খরচ বাড়বে। সালাহউদ্দিন লাভলু বলেন, -সিলেকশন হলেও খারাপ কিছু হতো না। সংগঠন প্রথম যখন শুরু হয়, তখন সিলেকশন প্রক্রিয়ায় কাজ শুরু হয়েছিল। সবার মত নিয়ে এটা করা যেত। কিন্তু সদস্যরা নির্বাচনে আগ্রহী, এখানে আমাদের কিছু বলার থাকে না।

ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে সাবেক সাধারণ সম্পাদক এস এ হক অলিক ও অনন্ত হীরা সভাপতি প্রার্থী।

অলিক-ফরিদুল প্যানেলের প্রার্থীরা হলেন:
সভাপতি-এস এ হক অলিক ও সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদুল হাসান, সহ-সভাপতি আশরাফুল আলম (রন্টু) কায়সার আহমেদ ও মনোজ সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, সাংগঠনিক সম্পাদক-শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা-জিয়া উদ্দিন আলম, প্রশিক্ষণ ও আর্কাইভ-সরদার রোকন, তথ্য ও প্রযুক্তি-মোস্তাফিজুর রহমান সুমন, আইন ও কল্যাণ-তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক-সাঈদ রহমান।

কার্যনির্বাহী পরিষদ সদস্য- এস এম আরিফ, এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ ও শাহীন মাহমুদ।

অনন্ত হীরা ও সাগর প্যানেলের প্রার্থীরা হলেন:
সভাপতি-অনন্ত হীরা, সহ-সভাপতি-মনির হোসেন জীবন ও প্রানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক-কামরুজ্জামান সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক-সাইফ উদ্দিন আহমেদ ও সোহাগ গাজী, আর্থ সম্পাদক-মুক্তি মাহমুদ, সাংগঠনিক-শামীম রেজা জুয়েল, প্রচার প্রকাশনা-জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ-শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি-সবুজ খান, আইন ও কল্যাণ-রিয়াজুল রিজু, দপ্তর সম্পাদক-দেবব্রত রনি।

কার্যনির্বাহী পরিষদ সদস্য- সৈয়দ আওলাদ, ফিরোজ আহমেদ দুলাল, মেহেদী হাসান, ঈমাম রিপন, এস এম আরিফ। এবার প্রধান নির্বাচন কমিশনার-আব্দুল লতিফ বাচ্চু ও সদস্য-নরেশ ভূইয়া, মাসুম রেজা।

চিত্রজগত ডটকম/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ