হুমা ও মুদাসসার সম্পর্কের ব্রেকআপ !

অভিনেত্রী হুমা কুরেশি ও নির্মাতা মুদাসসার আজিজ। বছর তিনেক আগে তাদের প্রেমের ইঙ্গিত পাওয়া যায়। মুদাসসারের জন্মদিনে ভালোবাসাময় একটি শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন এই অভিনেত্রী। বিপরীতে নির্মাতাও জানান উষ্ণ ভালোবাসা। যা দেখে সহজেই অনুমান করা গিয়েছিল প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। তাদের এই ৩ বছরের আড়াল প্রেমের গল্পের ইতি টানলেন এবার। জানা গেছে, সম্প্রতি ব্রেকআপ করেছেন হুমা ও মুদাসসার। তবে প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রাখবেন এই যুগল। এমনকি একসঙ্গে আগামীতেও কাজ চালিয়ে যাবেন। আগামীকাল ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে হুমা কুরেশির নতুন ছবি ‘ডাবল এক্সএল’।
এই ছবির লেখক এবং সহ-প্রযোজকও মুদাসসার। অথচ মুক্তির আগ মুহূর্তেই কিনা তাদের ব্যক্তিগত সম্পর্কে ভাঙন ধরলো। হুমা-মুদাসসারের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, অবশ্যই সম্পর্ক ভাঙা নিয়ে তাদের মনে তিক্ততা রয়েছে।
তবে তারা এটাও ভালোভাবে বোঝেন যে, জীবনে এরকম ঘটনা ঘটে। প্রসঙ্গত, ‘ডাবল এক্সএল’ নির্মাণ করেছেন সত্রম রামানি। এতে হুমা কুরেশি ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, মহৎ রাঘবেন্দ্র প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ানকে।
চিত্রজগত ডটকম/গুঞ্জন