হাসপাতালে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে কলকাতার আলিপুরের বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে তাকে ভর্তি করানো হয়।
হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা রয়েছে। এ ছাড়া শরীরে সোডিয়াম,পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত মাধবী মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। অভিনেত্রীর পরিবারের সদস্যরা জানান, কোভিডের জন্য এত দিন হাসপাতালে এনে ঠিকমতো পরীক্ষা করানো যায়নি তাকে। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
৮০ বছর বয়সী মাধবী মুখোপাধ্যায় দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বাংলা ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘চারুলতা’, ‘শঙ্খবেলা’র মতো উল্লেখযোগ্য ছবি রয়েছে। ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়ের জন্য পেয়েছেন সম্মানজনক ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার। সূত্র: আনন্দবাজার পত্রিকা
চিত্রজগত/টলিউড