হংকং থেকে পুরস্কার পেল ’রেহানা মরিয়ম নূর’

১৮তম হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ’রেহানা মরিয়ম নূর’ সিনেমা। ১৫ নভেম্বর, সোমবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি বোর্ড বিজয়ী সিনেমার নাম প্রকাশ করে।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।
নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাওয়া অন্য সিনেমাগুলো হচ্ছে ইরানের ব্যালেড অব আ হোয়াইট কাউ, লেবাননের কস্টা ব্রাভা, সাউথ কোরিয়ার কিম মিন-ইয়াং অব দ্য রিপোর্ট কার্ড, তাইওয়ানের ইনক্রিজিং ইগো, ইন্ডিয়ার শঙ্কর্স ফেইরিজ এবং কম্বোডিয়ার হোয়াইট বিল্ডিং।
ফেস্টিভ্যালের জুরিরা বলেছেন, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি উদ্বেগজনিত ব্যাধি ক্লাস্ট্রফোবিয়ার মতো। এ পরিবেশে একজন ব্যক্তি সদ্বিবেচনার প্রান্তে চলে যায়। গতিশীল হ্যান্ডহেল্ড ক্যামেরাওয়ার্ক দর্শককে বুঝিয়েছে কেন্দ্রীয় চরিত্রের মানসিক পরিস্থিতি।’
এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড ২০২১-এ জিতেছে দুটো পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমটির জন্য যৌথভাবে জুরি গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পরিচালক আব্দুল্লাহ মোহম্মাদ সাদ।
সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
চিত্রজগত/উৎসব