বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্থগিত হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

করোনার কারণে এবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ মুহূর্তে এসে উৎসব স্থগিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে আছেন সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী, নির্মাতা সৃজিত মুখার্জী, তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী, পার্নো মিত্র এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এসব কারণেই মূলত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজক কমিটি।

করোনায় আক্রান্তদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এবং অভিনেতা পরমব্রত হলেন এবারের উৎসবের আয়োজক কমিটির সদস্য।

রাজ ও শুভশ্রী করোনা আক্রান্ত হন মঙ্গলবার (৪ জানুয়ারি)। বুধবার (৫ জানুয়ারী) আক্রান্ত হন আয়োজক কমিটির অন্যতম সদস্য পরমব্রত। রাজ যেহেতু চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান কর্মকর্তা, তাই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে কথা বলেন। দুজনের আলোচনার পর মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঠিক হয়, আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হোক। এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অরিন্দম শীল, পরমব্রত, ইন্দ্রনীল সেনসহ অনেকে।

কথা ছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার (৪ জানুয়ারি) পর্যন্ত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই বহাল ছিল। তবে সেখানে থাকতে পারেননি বিধায়ক-পরিচালক রাজ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রচার কমিটির তরফ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীও।

চলচ্চিত্র কমিটির তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় এবং উৎসবের সঙ্গে জড়িত একাধিক বিশিষ্টজন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত রাখা হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কবে এই উৎসব হবে, তা পরে জানানো হবে।

চিত্রজগত/উৎসব

সংশ্লিষ্ট সংবাদ