সুস্মিতা এবার আরো ক্ষমতাবান

অভিনয়, প্রেম, বিচ্ছেদ, সিঙ্গল মাদার হয়ে ওঠা, হার্টের সমস্যা আবার ফিনিক্সের মতো ফিরে আসা—নিজের জীবন দিয়েই সুস্মিতা সেন বুঝিয়েছেন কতটা লড়াই লড়তে হয়। বাস্তবের সেই সুস্মিতাকেই যেন পাওয়া যায় ‘আরিয়া’ সিরিজে। ভারতের খুব বেশি সিরিজ তৃতীয় সিজনে পা রাখেনি। দম ফুরায়নি ওটিটি প্ল্যাটফরম ডিজনি হটস্টারের এমনই এক সিরিজ ‘আরিয়া’।
রাম মাধবনি ও সন্দীপ মোদী পরিচালিত সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পাবে ৩ নভেম্বর। স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশা আরো বেড়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিরিজের এই মৌসুমের ট্রেলার। মূল অভিনেত্রী সুস্মিতা বলেন, “শুরুটা আমার অসহায়ত্ব দিয়ে হয়েছিল।
শেষ হবে আমার ইচ্ছাতেই। এই সিজনে আমাকে আরো ক্ষমতাশালী দেখানো হবে। তিন সন্তানকে রক্ষা করার জন্য যেকোনো কিছু করতে পারি। এই সিরিজের সারপ্রাইজ প্যাকেজ ইন্দ্রনীল সেনগুপ্ত।
ইন্সপেক্টর খানের সঙ্গে আরিয়ার ‘ইঁদুর-বিড়াল’ সম্পর্ক দেখা যাবে। পরিচালকরা প্রতিটি দৃশ্যকে সুন্দর করে বেঁধেছেন সাসপেন্স আর আরিয়ার মা থেকে মাফিয়া হয়ে ওঠার গল্পের সূক্ষ্ম সুতা দিয়ে।”
চিত্রজগত ডটকম/অন্যলোক