সিরিজ মুক্তির পর এলো ‘ক্যাম্পাস রিটার্নস’ এর গান!

বিশ্ববিদ্যালয় জীবন নির্ভর গল্পের উপর নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। ইতোমধ্যে সিরিজটির কয়েকটি পর্ব ইউটিউবে মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল সিরিজটির একমাত্র গান ‘আবেগি ক্যাম্পাস’। গানটি গেয়েছেন অডিশন থেকে নির্বাচিত হওয়া শিল্পী জাহিদ অন্তু ও নিগার সুলতানা।
জাহিদ অন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র এবং নিগার পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
এর আগে একটা প্রাণবন্ত অডিশনের মাধ্যমে সিরিয়ালটির অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে। অডিশনটির কারিগরি সহযোগিতায় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে সিরিয়ালটির থিম সং গাওয়ার জন্য কণ্ঠশিল্পী নির্বাচন করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় আরো একটি অডিশন অনুষ্ঠিত হয় টিএসসি’তে। অডিশনে অংশ নেওয়া প্রায় ত্রিশ জন প্রতিযোগীর মধ্যে থেকে জাহিদ অন্তু ও নিগার সুলতানাকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়।
জাহিদ অন্তু ইতোমধ্যে বেশ কিছু মৌলিক ও কভার গান গেয়ে শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। ক্যাম্পাস লাইফ নিয়ে নির্মিত সিরিজে গান গাওয়ার সুযোগ পাওয়ায় অন্তু ও নিগার দুজনই বেশ উচ্ছ্বসিত। এ বিষয়ে জাহিদ অন্তু বলেন, আমি অত্যন্ত আনন্দিত ‘ক্যাম্পাস রিটার্নস’ এ গান গাইতে পেরে এবং সেই সাথে আমি গানটা নিয়ে খুবই আশাবাদী যে দর্শক শ্রোতারা অবশ্যই দারুণ কিছু পাবেন। নিগার সুলতানা বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সুযোগ এবং আমি সত্যি খুব আনন্দিত এই কাজটির অংশ হতে পেরে।’
সিরিজটি নির্মাণ করছেন ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ মুভি খ্যাত তরুণ নির্মাতা জিৎ দে। আর বরাবরের মতো এতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন পরিচালক জিৎ দে। তিনি জানান, “মানুষের জীবনের তুলনামূলক স্বাধীন আর জঞ্জালমুক্ত সময়গুলো কাটে কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে। তাই সেই সময়ের নস্টালজিয়ায় মানুষ বারবার ফিরে যেতে চায়। তাই গানটি লেখা হয়েছে ভার্সিটি লাইফের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের পরিমিত আবেগের কথা মাথায় রেখে”।
গানটির সংগীত পরিচালনায় ছিলেন আবুজার গিফারি এবং সংগীত প্রযোজক হিসেবে কাজ করেছেন অয়ন রাশেদ। গানটি ‘ফেয়ার ফ্লিক্স’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
চিত্রজগত ডটকম/সঙ্গীত