সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন ঢাকায়

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্টের সিরিজ খেলতে রোববার (৮ মে) ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি।

বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছে তারা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবে সফরকারীরা। আজ সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষার ফল নেগেটিভ সাপেক্ষে ৯ ও ১০ মে অনুশীলনে নামবে লঙ্কানরা।

আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল।

এদিকে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার (৮ মে) থেকেই টেস্ট সিরিজকে সামনে রেখে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে প্রাথমিক স্কোয়াডে থাকা সদস্যদের। এখনো ঈদের ছুটিতে যার যার এলাকায় আছেন বেশিরভাগ ক্রিকেটার।

ইতোমধ্যে ছুটি কাটিয়ে বাংলাদেশে চলে এসেছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কোচিং স্টাফের অন্য সদস্যরাও চলে আসবেন আজকালের মধ্যে। পরে বাংলাদেশের মূল ক্যাম্প হবে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে।

প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুদল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু-ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

এদিকে, বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো খেলার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। মুমিনুল হক বলেন, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ওদের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারি।

আরও বলেন, কোভিডের কারণে বিগত দুবছর ওভাবে ঈদ উদ্‌যাপন করা হয়নি। কোরবানির ঈদে ছিলাম, কিন্তু রোজার ঈদে আসা হয়নি। এবার সময়টা খুব ভালো কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে একসঙ্গে উদযাপন করছি।

চিত্রজগত/ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ