রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের

সাউথ আফ্রিকা সিরিজে ভরাডুবির পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। গরম আবহাওয়ায় উইকেটে পরিবর্তন আনা যাবেনা। তবে স্পিন সহায়ক উইকেটেও পেসাররা সাফল্য এনে দেবেন বলে মনে করছেন ক্রিকেট গুরু ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম।

এদিকে সাকিবের ফেরা স্বস্তি হিসেবে কাজ করবে দলের জন্য। অন্যদিকে ঘরের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠবেন তামিম, মুশফিক এমনটাই আশা করছেন নাজমুল ফাহিম।

প্রোটিয়াদের মাটিতে ভরাডুবির রেশ এখনো কাটেনি বাংলাদেশ দলের। ডারবান ও পোর্ট এলিজাবেথে বড় হারে নিজেদের নির্ভার রাখতে পারছেন না তামিম-মুমিনুলরা।
ব্যাটাররা দায় এড়াতে না পারলেও বোলিংয়ে বাংলাদেশের উন্নতি চোখে পড়েছে। দুই টেস্টে বোলারদের ৩৬ উইকেট শিকার শ্রীলঙ্কা সিরিজে আস্থা যোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

সাউথ আফ্রিকা সিরিজে স্পিন নির্ভরশীলতা পেরিয়ে টাইগার পেইস ইউনিটের প্রাণ সঞ্চারে মুগ্ধ নাজমুল আবেদিন। স্পিন নির্ভর উইকেট হলেও লঙ্কানদের বিপক্ষেও পেসাররা পার্থক্য গড়ে দিতে পারে।

এদিকে শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন সাকিব। বাহাতি এই অল-রাউন্ডারের উপস্থিতি বরাবরের মতই দলকে যোগাবে বাড়তি অনুপ্রেরণা। ডিপিএলে খেলতে নেমেই বল হাতে মিলেছে সাফল্য, টেস্টে লঙ্কানদের বিপক্ষে সাকিবের ২৯ শিকার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ব্যাটে রান পেলে আবার নিজের রূপে ফিরবে এ টাইগার আইকন।

শ্রীলঙ্ক সিরিজ সামনে রেখে ডিপিএলে ব্যাস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। ঘরের মাটিতে নিজেরা ফেভারিট হলেও তামিম, মুশফিক, মুমিনুলদের রান খরা ভোগাতে পারে টাইগারদের।

ঈদের পর বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। সফরে এসে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনকে সামনে রেখে চট্টগ্রামে টাইগারদের প্রস্তুতি শুরু হবে ৮ই মে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে এসেছে মুমিনুল হকের দল। তাই দেশের মাটিতে টাইগারদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই।

চিত্রজগত/ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ