শুক্রবার মুক্তি পেয়েছে ‘নোনা জলের কাব্য’

শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘নোনা জলের কাব্য’। এর আগে, ২৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার)-এ সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। রেজওয়ান শাহরিয়ার সুমিতের চিত্রনাট্য ও নির্দেশনায় ‘নোনাজলের কাব্য’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না। এছাড়াও সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার গল্পে আবর্তিত সিনেমাটির শুটিং হয়েছে পটুয়াখালীতে। ‘নোনাজলের কাব্য’ ইতিমধ্যেই লন্ডন, বুসান ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।
২৬ নভেম্বর থেকে ‘নোনাজলের কাব্য’ একযোগে স্টার সিনেপ্লেক্স-এর সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিন (চট্টগ্রাম)-এ সবার জন্য প্রদর্শিত হচ্ছে।
চিত্রজগত/ঢালিউড