বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিশু-কিশোর প্রতিভার খোঁজে বিটিভি

সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

দেশব্যাপী সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিশু-কিশোর প্রতিভা অন্বেষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

‘নবস্পন্দন’ শিরোনামে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তারা। আট থেকে চৌদ্দ বছর বয়সী দেশের সকল শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও অভিনয়—এই তিনটি বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের শিশু-কিশোরেরাও অংশ নিতে পারবে।

গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিটিভির সদর দপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিটিভি’র মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম। মহাপরিচালক বলেন, ‘আমরা মনে করি, জাতীয় সংস্কৃতি বিকাশে সহায়তা করা বাংলাদেশ টেলিভিশনের নৈতিক দায়িত্ব। ‘নবস্পন্দন’ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে খুব সহায়ক হবে। প্রধানমন্ত্রীর উৎসাহে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর উদ্যোগ এবং দিকনির্দেশনায় বিটিভিতে শুরু হতে যাচ্ছে ‘নবস্পন্দন’।’

তিনি জানান, প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের টেলিটকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের প্রাথমিক পর্বের অডিশন বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে উত্তীর্ণ প্রার্থীরাই জাতীয় পর্যায়ে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://btvns.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ৩০ অক্টোবর ২০২৩ এবং শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩। প্রতিযোগিতায় প্রতিটি বিষয়ে অংশগ্রহণের জন্য জনপ্রতি ১১২ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কেন গাড়ি বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিলকেন গাড়ি বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম যুগ্মসচিব উপমহাপরিচালক (প্রশাসন, অর্থ ও অনুষ্ঠান), ড. সৈয়দা তাসমিনা আহমেদ উপমহাপরিচালক (বার্তা), আফসানা বিলকিস পরিচালক (প্রশাসন), জগদীশ এষ পরিচালক(অনুষ্ঠান ও পরিকল্পনা), মাহফুজা আক্তার জি.এম (ঢাকা কেন্দ্র), জাহিদুল ইসলাম বার্তা সম্পাদকসহ বিটিভির ঊর্দ্ধতন কর্মকর্তারা।

চিত্রজগত ডটকম/টেলিভিশন

সংশ্লিষ্ট সংবাদ