শাবানা আজমি করোনায় আক্রান্ত

বলিউডে করোনার ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি।
৩১ জানুয়ারি রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন: ‘কোভিড পজিটিভ হয়েছি আজ। বাড়িতে আলাদা রয়েছি।’ তিনি এ-ও লিখেছেন, যে বা যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের অনুরোধ জানাচ্ছেন করোনা পরীক্ষার জন্য।
শাবানার এই পোস্টের পর তার সুস্থতা কামনা করে অনেক বলিউড তারকা নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন। বলিউড প্রযোজক ও শ্রীদেবীর স্বামী বনি কাপুর লিখেছেন–জাভেদ সাহেবকে দূরে রাখার জন্য।
শুধু বনিই নন, অনেক ভক্ত-অনুরাগী শাবানার স্বামী জাভেদ আখতারের জন্য তাদের দুশ্চিন্তা প্রকাশ করেছেন। পোস্টটিতে ৭৭ বছরের গীতিকারের খোঁজখবর নিতে ব্যস্ত সব ভক্ত-অনুরাগী।
৭০ বছর বয়সী এই অভিনেত্রীকে ভবিষ্যতে করণ জোহারের ‘রকি অউর রানি কী প্রেমকাহিনি’তে অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে রকি আর রানির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে। প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তাদের। ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চিত্রজগত/বলিউড