শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাকিব-বুবলীর ছেলে শেহজাদের স্কুলজীবন শুরু

ছবি- অভিনেত্রী বুবলীর ফ্যান পেজ থেকে সংগৃহীত। -- চিত্রজগত.কম

অপু কিংবা বুবলীর সাথে শাকিবের সম্পর্ক যেমনই হোক, তার আঁচ তিনি লাগতে দেননি দুই সন্তানের উপর! বরাবরই দায়িত্ববান পিতার পরিচয় দিতে দেখা গেছে ঢাকাই সুপারস্টার শাকিব খানকে।

সেই ধারাবাহিকতায় বড় সন্তান আব্রাম খানের পর বাবা হিসেবে দ্বিতীয় সন্তান শেহজাদ খানকে একই স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরার অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল ইন্টারন্যাশনাল মিডিয়াম স্কুল ঢাকা (আইএসডি)-তে ভর্তি হয় ছোট্ট শেহজাদ। তখন অভিভাবক হিসেবে শাকিব খান ছিলেন। তিনি নিজে কোলে করে তার সন্তানকে প্রথমদিন স্কুলে নিয়ে যান। তখন উপস্থিত ছিলেন শেহজাদের মা নায়িকা শবনম বুবলী।

তাদের দুজনের উপস্থিতিতে শেজহাদকে নার্সারিতে ভর্তি করা। স্কুলে তাদের তিনজনের কয়েকটি ছবি নিজের ফ্যান পেজে পোস্ট দিয়েছেন বুবলী। নিজেরা আলাদা থাকলেও সন্তানকে পাশে রেখে সেই ছবিতে তাদের দুজনকেই হাস্যোজ্জ্বল দেখায়।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে একই স্কুলে নিজে উপস্থিত হয়ে শাকিব তার বড় সন্তান আব্রামকে ভর্তি করান। দুই সন্তানের প্রতি সমান ভালোবাসা দিয়ে থাকেন শাকিব। আব্রামের কিছুটা বড় হয়ে যাওয়ায় সময় পেলেই তার বাবার সঙ্গে থাকে, কোনো কোনো দিন স্কুল থেকে সোজা চলে যায় বাবার কাছে।

দুই সন্তানকে একই স্কুলে ভর্তি করিয়ে ভীষণ খুশি শাকিব খান। জানান, সবসময় চান দুই সন্তানকে সুন্দর ও সুস্থ পরিবেশে বড় করতে। শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার দুই সন্তানকে সমান ভালোবাসি। ওদের উন্নত ভবিষ্যৎ গড়তে এবং সুন্দর জীবন উপহার দিতে যা করণীয় তাই করবো।

শেহজাদকে স্কুলে ভর্তি করানোর মুহূর্তগুলো বুবলী নিজেও তার ফ্যান পেজে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথমদিন। এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে।

সবার দোয়া কামনা করে বুবলী লিখেছেন, দোয়া করি অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

চিত্রজগত ডটকম/ভিন্ন খবর

সংশ্লিষ্ট সংবাদ