শহীদ মিনারে নির্মাতা সালাহউদ্দীন জাকীকে শেষ শ্রদ্ধা
আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সমাহিত

কিংবদন্তী নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
শহীদ মিনার থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডি। সেখানে জোহরের নামাজের পর ১টা ৩০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ জানিয়েছেন, প্রথম জানাজা শেষে সালাহউদ্দীন জাকীর মরদেহ দুপুর ৩টা ১৫ মিনিটে তেজগাঁও চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হয়। চ্যানেল আইয়ে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হয় গুণী এই পরিচালককে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। তার মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সৈয়দ জাকীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।
চিত্রজগত ডটকম/ঢালিউড