বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম

শয্যাশায়ী অভিনেত্রী জিনাত আমান

সত্তরের দশকে বলিউডের লাস্যময়ী নায়িকা জিনাত আমান। -সংগৃহীত ছবি -- চিত্রজগত.কম

অসুস্থতার খবর জানালেন সত্তর দশকের ভারতীয় অভিনেত্রী জিনাত আমান। গত ১০ দিন ধরে শয্যাশায়ী তিনি। তার অসুস্থতার কথা শুনে চিন্তিত ভক্তরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় নিজের একটি ফটোশ্যুটের ছবি দিয়ে অসুস্থতার কথা জানান বর্ষীয়ান এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, গত ১০ দিন ধরে শয্যাশায়ী। ওঠার ক্ষমতা নেই। এদিকে সামনের পুরো সপ্তাহ কাজের ব্যস্ত সূচি রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ভাইরাস জ্বরে আক্রান্ত এই বর্ষীয়ান অভিনেত্রী। সেই ধকলের কারণে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি।

সত্তরের দশকে বলিউডের লাস্যময়ী নায়িকা জিনাত আমান। সেসময় তার সাহসী চরিত্র বা সাহসী পোশাক নির্বাচন চমকে দেয় বর্তমান প্রজন্মের নায়িকাদেরও। ব্যক্তিগত জীবনে একাধিক উত্থান-পতন সামলেও ৭০ বছর বয়সে এসেও নতুন করে প্রফেশনাল জীবন শুরু করেছেন অভিনেত্রী।

বর্তমানে পরিচালক ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত। এ সিনেমায় তিনি ছাড়াও রয়েছেন অভয় দেওল ও শাবানা আজমি।

চিত্রজগত ডটকম/বলিউড

সংশ্লিষ্ট সংবাদ