রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
মরহুমার বাসগৃহে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুরান ঢাকার জনপ্রিয় রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে (২৫ অক্টোবর, ২০২১) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বাদ মাগরিব মরহুমার লালবাগের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা অংশ গ্রহন করেছে।
উল্লেখ্য কানিজ ফাতেমা রিপা মৃত্যুর আগ পর্যন্ত টানা কুড়ি বছর পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোকে উপস্থাপনা করেছেন নতুন আঙ্গিকে, নতুন পরিবেশনায়। পাশাপাশি লিখেছেন এ রন্ধন কৌশল। তিনি দৈনিক যুগান্তর, আমাদের সময়, মানবকন্ঠ, পাক্ষিক আনন্দ আলো, বিনোদন বিচিত্রা, সাপ্তাহিক আনন্দলোক, ছায়ালোক, আনন্দভুবন সহ চিত্রজগত ম্যগাজিনেও নিয়মিত লিখতেন।
রান্নাবিষয়ক অনুষ্ঠান করেছেন দিগন্ত টিভি, বাংলা ভিশন, মাছরাঙ্গা, এটিএন, এনটিভি সহ বিভিন্ন চ্যনেলে, এছাড়া তিনি একটি রন্ধন বিষয়ক ইউটিউব চ্যানেল “রন্ধন জগৎ” নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করতেন।
এসিআই পিওর, চ্যানেল আই, আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতায় একাধিকবার বিচারকের দায়িত্ব পালন করেছেন কানিজ ফাতিমা রিপা। দায়েমী ফাউন্ডেশনের রন্ধন বিষয়ক অনুষ্ঠানেও গুরুত্বপুর্ণ দায়িত্বেও ছিলেন তিনি। তিনি ছিলেন আমেরিকার প্রখ্যাত শিশুবিষয়ক এনজিও “ফর কিডস সেক” এর সম্মানিত সদস্য।
রন্ধনশিল্পের বিশেষ অবদানের জন্য বেগম রোকেয়া, পল্লী কবি জসিমউদ্দিন, বাংলা সংগীত স্টার এওয়ার্ড, চিত্রজগত বিশেষ সম্মাননা, বাবিসাস, পাঠক সংবাদ, ভারত বাংলাদেশ মৈত্রী এওয়ার্ড, বিএমকেসি স্টার এওয়ার্ড, ময়ুরপঙ্খি ফাউন্ডেশন সহ অনেক সম্মাননায় ভূষিত হন তিনি।
২০২১ সালের ৮ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে বার্মিজ মার্কেট থেকে সন্ধ্যায় হোটেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে রাতেই এম্বুলেন্সযোগে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার সফল অস্ত্রপোচার সম্পন্ন হয়। এর সপ্তাহ খানেক পর পুনরায় অসুস্থ হলে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু বরণ করেন।
চিত্রজগত ডটকম/স্মরণ